Watch Live TV

Rajdhani television is approved by the government of People’s Republic of Bangladesh.

বিনোদন

কাকে খোঁচা মেরে ফেসবুকে পোস্ট দিলেন বুবলী?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠান্ডা লড়াই যেন চলছেই। একে অপরকে ঘিরে সময়-সময় ফেসবুক পোস্টে ছুঁড়ে দিচ্ছেন কৌশলী বার্তা, যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন বুবলী। ছবির ক্যাপশনে লেখেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, আর নিজের সময়টা উপভোগ করো।’

এই ক্যাপশন দেখেই নেটিজেনদের বুঝার বাকি নেই এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা। কারণ সম্প্রতি দুজনেরই ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছিল আলোচনা।

গত মঙ্গলবার দুপুরেও চিত্রনায়ক বাবা শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদের স্থিরচিত্রসহ ফেসবুকে একটি পোস্ট দেন শবনম বুবলী। যে স্থিরচিত্রে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খানের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। বাবা-সন্তানের আদুরে মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। ঘণ্টাখানেকের মধ্যে তিনিও বড় ছেলে আব্রাহাম খানের সঙ্গে তার চিত্রনায়ক বাবা শাকিব খানের একান্ত মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। সেসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলীকে খোঁচা মেরে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

এই দুই তারকার এমন ভার্চুয়াল ঠান্ডা লড়াইয়ে যেমন কিছু অনুরাগী তাদের পক্ষ নিচ্ছেন, তেমনি অনেকেই বিষয়টিকে বিব্রতকরও বলছেন। তবে অপু বা বুবলী কেউই এখনো সরাসরি কাউকে নাম উল্লেখ করে কিছু বলেননি, যা বিষয়টিকে আরও জল্পনাময় করে তুলেছে।

Avatar

rajdhaniupdateadmin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

আ.লীগ সরকারের দুর্নীতিগ্রস্ত নির্বাচনের সাক্ষী আমি : বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন দাবি করেছেন, গত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত নির্বাচনের সাক্ষী ছিলেন তিনি। গতকাল তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ইংরেজি