Watch Live TV

Rajdhani television is approved by the government of People’s Republic of Bangladesh.

body রাজনীতি

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জি এম কাদেরের গ্রেপ্তার চায় গণ অধিকার পরিষদ

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ রোববার রাজধানীর বিজয় নগর আলরাজি কমপ্লেক্সের সামনে

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পাটির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার না করলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ।

আজ রোববার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করার দাবি করেন।

রাজধানীর বিজয় নগর আলরাজি কমপ্লেক্সের সামনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জি এম কাদেরসহ ফ্যাসিবাদের সহযোগীদের গ্রেপ্তার দাবি এবং বরিশালে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণ অধিকার পরিষদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শেখ হাসিনার বিচার হলে জি এম কাদেরের কেন বিচার হবে না? আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে।

জি এম কাদেরের নামে মামলা হলেও তাঁকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না—এ প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, এই দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনা যেভাবে দায়ী, ঠিক একইভাবে জি এম কাদেরও দায়ী। তিনি বলেন, ‘হাসিনা দিল্লি পালিয়েছে, জি এম কাদের কীভাবে এখনো জেলের বাইরে?’

রাশেদ খান বলেন, বরিশালে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানান। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, গ্রেপ্তার করুন, অন্যথায় সারা দেশে আন্দোলন শুরু হবে।

২ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা থেকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, চা-নাশতা খাওয়ানোর সংলাপ করবেন না। সংলাপ ফলপ্রসূ করতে সিদ্ধান্ত জানান। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন।

রাশেদ খান বলেন, ‘আমাদের দাবি, আগামী সেপ্টেম্বরে তফসিল ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। বিচার, সংস্কার ও নির্বাচন একে-অপরের পরিপূরক। কোনোটাকে কোনোটার মুখোমুখি করে ধোঁয়াশা করবেন না। আগামীকাল সংলাপ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের আগে অবশ্যই ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও গণহত্যার পথনকশা প্রকাশ করুন।’

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, পরিষদ সদস্য হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, আবদুজ জাহের, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান প্রমুখ।

Avatar

rajdhaniupdateadmin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের রায় রোববার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার ধার্য করা হয়েছে। রোববার (১
রাজনীতি

বিএনপি তো এনসিপির মামা না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে : রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান